সামরিক শাসন অবসানের দাবিতে সুদানে বিক্ষোভ
Advertisements

সামরিক শাসন অবসানের দাবিতে সুদানের রাজধানী খার্তুমসহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ সমাবেশ করেছে। এর মধ্যদিয়ে দেশটিতে রাজনৈতিক সংকট আরও গভীর হলো বলে মনে করা হচ্ছে।

এসব মানুষ বেসামরিক প্রশাসনের হাতে দেশের ক্ষমতা ন্যস্ত করার দাবি জানাচ্ছে।

গতকালের (বৃহস্পতিবার) বিক্ষোভ মিছিল উপলক্ষে রাজধানী খার্তুমের বেশিরভাগ ব্যাবসায়িক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ ছিল। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়তি পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বিক্ষোভকারীরা রাজধানী খার্তুমের বহু জায়গায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে এবং সে সব জায়গা থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। বিক্ষোভকারীদের হাতে ছিল সুদানের পতাকা এবং বিভিন্ন ধরনের ব্যানার ও ফেস্টুন।

খার্তুমের ওমদুরমান এলাকায় বিক্ষোভকারীদের ওপর পুলিশ ব্যাপকভাবে টিয়ারগ্যাস নিক্ষেপ করে। সেখানকার একটি ব্রিজ পার হয়ে খার্তুমের কেন্দ্রস্থলে বিক্ষোভকারীরা আসার চেষ্টা করলে পুলিশ তাদের ওপর টিয়ার গ্যাস ছোঁড়ে।

বিক্ষোভকারীরা যেসব ব্যানার-ফেস্টুন বহন করে তাতে লেখা ছিল- ‘বেসামরিক প্রশাসন হচ্ছে জনগণের পছন্দ’। এ সময় তারা সুদানের সার্বভৌম কাউন্সিলের চেয়ারম্যান জেনারেল আবদুল ফাত্তাহর পদত্যাগ দাবি করেন।

Advertisements