সাইপ্রাসে করোনার নতুন ধরণ 'ডেল্টাক্রন' শনাক্ত
Advertisements

‘ডেল্টাক্রন’ নামে সাইপ্রাসে করোনার নতুন ধরন শনাক্র করা হয়েছে। ডেল্টা এবং ওমিক্রন ভ্যারিয়েন্টের মিলিত করোনাভাইরাসের রূপটিই হল ডেল্টাক্রন।

সাইপ্রাস বিশ্ববিদ্যালয়ের জৈবিক বিজ্ঞানের অধ্যাপক এবং ল্যাবরেটরি অফ বায়োটেকনোলজি অ্যান্ড মলিকিউলার ভাইরোলজির প্রধান ড. লেওনডিওস কস্ত্রিকিস শুক্রবার (৭ জানুয়ারি) সিগমা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ডেল্টা জিনোমের মধ্যে ওমিক্রনের জেনেটিক মিল থাকার কারণে এটির নাম ‘ডেল্টাক্রন’ রাখা হয়েছে।

কস্ত্রিকিস এবং তার দল কোভিড নিয়ে হাসপাতে ভর্তি এমন ২৫ জনের মধ্যে ‘ডেল্টাক্রন’ শনাক্ত করেছে। তারা বলেন, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের সংক্রমণের হার হাসপাতালে ভর্তি না হওয়া রোগীদের তুলনায় বেশি।

তিনি আরও বলেন, সামনে আমরা দেখব এই ভ্যারিয়েন্ট ডেল্টা এবং ওমিক্রন থেকে মারাত্মক। সংক্রামকের দিক থেকে ওমিক্রনকে ছাড়িয়ে যেতে পারে।

Advertisements