আফ্রিদির ক্যারিয়ার হুমকির মুখে
Advertisements

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ৫ উইকেটে হেরে শিরোপা হাতছাড়া করেছে পাকিস্তান ক্রিকেট দল।

রোববার অস্ট্রেলিয়ার মেলবোর্নে ফাইনাল ম্যাচে ইংলিশ তারকা ক্রিকেটার হ্যারি ব্রুকের ক্যাচ নিতে গিয়ে হাঁটুগেড়ে মাটিতে বসে পড়েন আফ্রিদি। তখনই তিনি চোটাক্রান্ত হন।

সেই চোটের কারণে তাৎক্ষণিক তাকে মাঠের বাইরে নিয়ে শুশ্রূষা দেওয়া হয়। কিছু সময় পর মাঠে ফিরে বোলিং করতে গিয়ে একটি ডেলিভারি দেওয়ার পর ব্যথা অনুভব করায় ফের মাঠ ছাড়তে হয় তাকে। হাঁটুর লিগামেন্টে পুরোনো সেই চোটের কারণে বিশেষজ্ঞরা তার ক্যারিয়ার নিয়ে আশঙ্কা করছেন।

বিশ্বকাপ ফাইনাল শেষে পাকিস্তান ক্রিকেট দলের প্রধান চিকিৎসক ডা. সোহেল সেলিম বলেন, তার আগের ইনজুরির জায়গায় যদি ফের ইনজুরি হয় তাহলে শাহিনকে সেরে উঠতে তিন থেকে চার মাস সময় লাগবে।

তবে এই চোটের কারণে আসন্ন ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে দেখা যাবে না শাহিন আফ্রিদিকে।

চোট থেকে পুরোপুরি সেরে না ওঠা সত্ত্বেও আফ্রিদিকে বিশ্বকাপে খেলানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ পাকিস্তানের সাবেক তারকা পেসার সরফরাজ নওয়াজ।

তিনি বলেন, গত জুলাই থেকে কোনো ম্যাচ না খেলেই আপনি তাকে সরাসরি বিশ্বকাপে নিয়েছেন। তার ফিটনেস আরও ভালোভাবে বিচার করা যেত যদি সে বিশ্বকাপের আগে অন্তত একটি ম্যাচ খেলতে এবং এটি প্রমাণ করে তাকে নির্বাচিত করা উচিত হয়নি।

সূত্র: ডন

Advertisements