আফগানিস্তানে শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর হচ্ছে বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। তালেবান বাহিনী কাবুলে প্রবেশ করার প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন।
স্থানীয় তোলো টিভিকে সম্প্রচারিত এক ভিডিওবার্তায় ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর হবে। কাবুল আক্রমণের শিকার হবে না।
সংবাদ সংস্থা এপি জানিয়েছে, তালেবান আলোচকেরা ক্ষমতার ‘হস্তান্তরের’ প্রস্তুতির জন্য প্রেসিডেন্ট প্রাসাদের দিকে যাচ্ছেন।
এর আগে তালেবান জানিয়েছিল, তাদেরকে নগরীর ফটকগুলোর কাছে অপেক্ষা করার নির্দেশ দেয়া হয়েছিল।
নাগরিকদের জীবন, সম্পত্তি ও ইজ্জতের কোনো ক্ষতি হবে না : তালেবান
তালেবান বাহিনী কাবুলে প্রবেশ করতে থাকার প্রেক্ষাপটে তারা সুস্পষ্টভাবে জানিয়েছে যে নাগরিকদের জীবন, সম্পত্তি ও ইজ্জতের কোনো ক্ষতি করা হবে না। আর তারা জোরালভাবে জানিয়েছে, কাবুল তারা শক্তি প্রয়োগ করে দখল করবে না।
আজ রোববার এক বিবৃতিতে এই দাবি করেছে তালেবান।
বিবৃতিতে আরো বলা হয়, জীনব, সম্পত্তি ইজ্জত রক্ষা এবং কাবুলিদের জীবনের সাথে কোনো ধরনের আপস ছাড়াই যাতে পরিবর্তন নিশ্চিত ও নিরাপদ হয়, সেজন্য আলোচনা চলছে।
এদিকে তালেবানের এক মুখপাত্র বলেন, ইসলামি আমিরাত তার সকল বাহিনীকে কাবুলের ফটকগুলোতে অবস্থান গ্রহণের নির্দেশ দিয়েছে, তবে নগরীতে প্রবেশ না করতে বলেছে।
তবে কোনো কোনো অধিবাসী বলেন, তালেবান যোদ্ধারা কোনো কোনো এলাকায় শান্তিপূর্ণভাবে প্রবেশ করছে।
তালেবান বাহিনী সকল দিক থেকে রাজধানীতে প্রবেশ করছে বলে কাবুল সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন। তিনি বলেন যে রাজধানীর কালাকান, কারাবাগ ও পাগমান এলাকায় ইতোমধ্যেই তালেবান প্রবেশ করেছে।
শান্ত থাকার আহ্বান
প্রেসিডেন্ট আশরাফ গনির চিফ অব স্টাফ তার টুইটারে কাবুলের জনসাধারণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, চিন্তা করবেন না। কোনো সমস্যা নেই। কাবুলের পরিস্থিতি শান্ত রয়েছে।
সূত্র : আল জাজিরা, বিবিসি ও এবিসি নিউজ