গুলিতে ইমরান খান আহত
Advertisements

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই ইনসাফ পার্টির নেতা ইমরান খান হত্যার প্রচেষ্টা থেকে বেঁচে গেছেন। আজ বৃহস্পতিবার তাকে হত্যার উদ্দেশ্যে চলমান লং মার্চের ওপর গুলি চালানো হয়। ইসলামাবাদ অভিমুখী এই লং মার্চের আজ ছিল সপ্তম দিন।

পিটিআই নেতা ফারুক হাবিব ইমরান খানের গুলিতে আহত হওয়ার কথা নিশ্চিত করেছেন। সিনেটর ফয়সাল জাভেদও গুলিতে আহত হয়েছেন। পাকিস্তানের ওয়াজিরাবাদে এই হামলা হয় এবং সন্দেহভাজন এরইমধ্যে আটক হয়েছেন।

বন্দুক হামলায় দলের একজন কর্মী নিহত এবং আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন সিনেটর ফয়সাল জাভেদ। এছাড়া, আর একজন মারাত্মকভাবে আহত হয়েছেন।

পিটিআই দলের শীর্ষ পর্যায়ের নেতা ফাওয়াদ চৌধুরীও এই হামলার কথা নিশ্চিত করে বলেছেন, ইমরান খানের পায়ে গুলি লেগেছে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পারভেজ ইলাহী হামলার ঘটনাটি গুরুত্ব সহকারে নিয়েছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত শেষে রিপোর্ট জমা দিতে বলেছেন। তিনি বলেন, এই ঘটনার সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদেরকে বিচারের আওতায় আনা হবে। এছাড়া তিনি স্থানীয় কর্তৃপক্ষকে ইমরান খানের সর্বোচ্চ চিকিৎসা দেয়ার নির্দেশ দেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই ঘটনার নিন্দা জানিয়েছেন।

Advertisements