বুরকিনা ফাসো থেকে এক মাসের মধ্যে সেনা প্রত্যাহার করবে ফ্রান্স
Advertisements

আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে মোতায়েন সেনা আগামী এক মাসের মধ্যে প্রত্যাহারের দাবি মেনে নিয়েছে ফ্রান্স।

বুরকিনা ফাসোর জনগণের মধ্যে এ মুহূর্তে ফরাসি-বিরোধী চরম মনোভাব বিরাজ করছে এবং এ বিষয়টিকে কাজে লাগিয়ে দেশটির সামরিক সরকার ফ্রান্সকে তার সেনা সরিয়ে নেয়ার জন্য চাপ সৃষ্টি করেছে।
বুরকিনা ফাসোর সরকার বলছে, বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সেনা মোতায়েন করতে ফ্রান্সের সঙ্গে যে সামরিক চুক্তি ছিল তা বাতিল করার ব্যাপারে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
গতকাল ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, ওগাদোগু সরকার সেনা প্রত্যাহারের ব্যাপারে যে অনুরোধ জানিয়েছে তার প্রতি সম্মান দেখানো হবে।

ওই বিবৃতিতে বলা হয়, “গত ২৪ জানুয়ারি আমরা আনুষ্ঠানিকভাবে বুরকিনা ফাসো সরকারের পক্ষ থেকে অনুরোধ পাই যাতে ফরাসি সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে। ২০১৮ সালে সই হওয়া চুক্তির আওতায়, বুরকিনা ফাসো থেকে সেনা প্রত্যাহারের অনুরোধের পর এক মাসের মধ্যে তা কার্যকর করা হবে।”

কিছুদিন আগে বুরকিনা ফাসোতে ফরাসি সেনা ক্যাম্প দফায় দফায় হামলা করেছে দেশটির বেসামরিক লোকজন।

Advertisements