বাংলাদেশের নির্বাচন নিয়ে পশ্চিমাদের কোন উদ্বেগ নেই
Advertisements

বাংলাদেশের নির্বাচন নিয়ে পশ্চিমাদের কোন উদ্বেগ নেই বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্প্রতি শেষ হওয়া জার্মান সফর নিয়ে, শুক্রবার সকালে গনভবনে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সরকার প্রধান। বাংলাদেশের নির্বাচন নিয়ে বহিঃবিশ্বের অবস্থান কি জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, এ দেশের নির্বাচন নিয়ে তাদের কোনো উদ্বেগ নেই।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের পরিকল্পনা জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, যারা নির্বাচনকে বানচাল করতে চেয়েছিল, তারাই বাজারকে অস্থির করে তুলছে। তবে রমজানে পণ্যের কোনরকম ঘাটতি হবে না।

প্রধানমন্ত্রী বলেন, সব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশে ভোটের অধিকার ফিরিয়ে এনেছে আওয়ামী লীগ। পাকিস্তানের নির্বাচন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, পাকিস্তান এখনতো বোধহয় একটা সমঝোতায় এসেছে কে প্রেসিডেন্ট হবে, কে কী হবে। এ রকম যদি বাংলাদেশে হতো, তাহলে বোধহয় সমালোচনাকারীরা খুশি হতো।

Advertisements