জেলেনস্কি কিয়েভ থেকে পালিয়ে গেছেন
Advertisements

চলমান যুদ্ধ বন্ধ করতে সরাসরি আলোচনায় বসার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহবান জানিয়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এজন্য তিনি ন্যাটোতে যোগ দেবেন না বলে অঙ্গীকার করতেও তৈরি আছেন। তিনি বলেন, ন্যাটো জোট রাশিয়াকে ভয় পায়।

জেলেনস্কি আরো বলেন, যুদ্ধবিরতির পাশপাশি ইউক্রেইনের নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে। মঙ্গলবার রাতে সাংবাদিকদের সাথে যেলেন্সকি বলেন, পুতিনের সাথে সরাসরি আলোচনা ছাড়া এই যুদ্ধের অবসান সম্ভব নয়। জেলেনস্কি বলেন, রাশিয়ার সঙ্গে যেকোনো শান্তি চুক্তির ওপর গণভোট অনুষ্ঠিত হবে যাতে জনগণ এ বিষয়ে মতামত দিতে পারে।

এদিকে, রাশিয়ার ওপর আরো কঠোর নিষেধাজ্ঞা দেয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট। মঙ্গলবার ইটালির পার্লামেন্টে দেয়া ভার্চুয়াল ভাষণে, ইউরোপীয় ইউনিয়নের প্রতি এই আহ্বান জানান তিনি। ইউক্রেইনের প্রেসিডেন্ট আশা করেন, রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে জয় পেতে যাচ্ছেন তারা।

পার্সটুডে

Advertisements