ছাত্র অধিকার পরিষদ - ধর্ষণ মামলায় জামিন পায়নি ছাত্র অধিকার পরিষদের দুই নেতা - সত্য ও নিরপেক্ষ সংবাদ
Advertisements

ছাত্রী ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে কোতয়ালি থানার নারী ও শিশু নির্যাতন দমন ও ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের দুই নেতার জামিন আবেদন নামঞ্জুর করেছেন ঢাকার মহানগর দায়রা জজ।

মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

দুই আসামি হলেন- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ও সংগঠনের ঢাবি শাখার সহ-সভাপতি মো. নাজমুল হুদা।

আদালতে জামিন আবেদনের পক্ষে আইনজীবী খাদেমুল ইসলাম, মোহাম্মদ হানিফ, সিরাজুল ইসলাম শুনানি করেন। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করা হয়।
কোতোয়ালি থানার ধর্ষণ মামলায় গত ১২ অক্টোবর এই দুজনকে দুদিন করে রিমান্ডে পাঠানো হয়। সেই রিমান্ড শেষে গত ১৫ অক্টোবর মুখ্য মহানগর হাকিম আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠায়।
এরপর মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করে আসামিপক্ষ।

গত ১১ অক্টোবর রাতে রাজধানীর মগবাজার ও আজিমপুরে অভিযান চালিয়ে এজাহারভুক্ত এই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর করা মামলায় মোট আসামি ছয়জন। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরও এ মামলার আসামি।
সাইফুল ও নাজমুলের বিরুদ্ধে ভুক্তভোগী ছাত্রীর নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটানোর অভিযোগ আনা হয়।

এই আসামিদের বিরুদ্ধে লালবাগ থানায় আরেকটি মামলা রয়েছে। সেই মামলাতেও একই আদালতে জামিনের আবেদন করা হয়েছে, যা শুনানির জন্য অপেক্ষমান রয়েছে বলে জানিয়েছেন আইনজীবী খাদেমুল ইসলাম।

Advertisements