বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রণয়নের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছেন।
শনিবার দুপুর ১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ভোটার নিবন্ধন কার্যক্রমের জন্য উপস্থিত হন তিনি। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে দুপুর ১টা ১৮ মিনিটের দিকে ইটিআই ভবন ত্যাগ করেন তারেক রহমান।
এদিকে তারেক রহমানের ভোটার হতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, ভোটার তালিকা আইন, ২০১২-এর ১৫ ধারা অনুযায়ী নির্বাচন কমিশন যে কোনো ব্যক্তিকে যে কোনো সময় ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করতে পারে। সে অনুযায়ী এ ক্ষেত্রে আইনগত কোনো প্রতিবন্ধকতা নেই।
সূত্র: বাসস





































