ঝিনাইদহে বাস-ট্রাক সংঘর্ষ
Advertisements

ঝিনাইদহে বাস-ট্রাক সংঘর্ষে নিহতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। নিহতদের মধ্যে ৫ জনই শিক্ষার্থী। তারা যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের শিক্ষার্থী। পরীক্ষা শেষ করে তারা বাড়িতে ফিরছিলেন। সেই পরীক্ষার ফল আর তাদের কখনই জানা হবে না। শিক্ষার্থীসহ নিহত সবার বাড়িতে চলছে কান্নার রোল।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারের তেল পাম্পের কাছে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। গতকাল বুধবার বিকাল ৩টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা মাগুরাগামী জেকে পরিবহনের যাত্রীবাহী বাসটি দুর্ঘটনায় উল্টে যায়।

বাসটি উল্টে যাওয়ার কারণে প্রায় দেড় ঘণ্টা যশোর-ঝিনাইদহ মহাসড়কে বাস চলাচল বন্ধ ছিল। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যশোর কালীগঞ্জ সড়কের বারোবাজার তেল পাম্পের কাছে জেকে পরিবহনের বাসটিকে বিপরীত দিক থেকে আসা ট্রাক ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই ১০ জন নিহত ও ১৫ বাস যাত্রী আহত হন। নিহতের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

Advertisements