জাতীয় নাগরিক পার্টির
Advertisements

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও তাদের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন যে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সারাদেশে লাগাতার বিক্ষোভ চালিয়ে যাওয়া হবে।

শুক্রবার রাতে রাজধানীর বাংলামোটরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, “গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার চলাকালীন আওয়ামী লীগ ও তাদের সব সহযোগী সংগঠনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরানোর যেকোনো প্রচেষ্টা এনসিপি প্রতিহত করবে।”

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, “এনসিপি মনে করে যে বিচারের কার্যক্রম দৃশ্যমান হওয়া জরুরি। আমরা স্পষ্ট ভাষায় বলে আসছি যে, দায় স্বীকার এবং অনুশোচনা ছাড়া আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার প্রচেষ্টা ফ্যাসিবাদ পুনর্বাসনের শামিল।”

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, “আওয়ামী লীগ গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়, এটি একটি ফ্যাসিবাদী সংগঠন। দলটি সাংগঠনিক সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশে গণহত্যা চালিয়েছে এবং জনগণের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা থেকে উৎখাত হয়েছে।”

নাহিদ ইসলাম স্পষ্টভাবে বলেন, “আওয়ামী লীগ বর্তমানে গণতান্ত্রিক কাঠামোর বাইরে অবস্থান করছে। দলটি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এবং এনসিপি এ বিষয়ে কোনো আপস করবে না। বাংলাদেশের জনগণ ৩৬ জুলাই গণআন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের চূড়ান্ত অবস্থান জানিয়ে দিয়েছে।”

প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, আগ্রাসনবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, গুম, ক্রসফায়ার, ভোট ডাকাতিসহ জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ থাকা উচিত নয়।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ, যারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একমত পোষণ করেন এবং সারাদেশে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

Advertisements