চীনের মূল ভূখণ্ড ও হংকংয়ে নিযুক্ত সমস্ত মার্কিন কূটনীতিকের বিরুদ্ধে সীমাবদ্ধতা আরোপের যে সিদ্ধান্ত নিয়েছে বেইজিং তাকে সংঘাত বাড়ানোর পদক্ষেপ বলে মন্তব্য করেছে আমেরিকা। অথচ এর আগে একই ধরনের পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন।
চীন সরকার শুক্রবার ঘোষণা করেছিল যে, আমেরিকায় চীনা দূতাবাসে নিযুক্ত চীনের কূটনীতিকদের বিরুদ্ধে আমেরিকা যে ধরনের পদক্ষেপ নিয়েছে, মার্কিন কূটনীতিকদের বিষয়ে বেইজিংও ঠিক একই ধরনের পদক্ষেপ নেবে।
বেইজং বলেছে, সীমাবদ্ধতা আরোপের সিদ্ধান্ত কার্যকর হবে চীনে মার্কিন দূতাবাসের নিযুক্ত সমস্ত কর্মকর্তা-কর্মচারি, কন্স্যুলেট অফিসের কূটনীতিক ও হংকংয়ে কন্স্যুলেট জেনারেল ও সেখানকার কর্মীদের ওপর।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেন, চীনের এই সিদ্ধান্ত সংঘাত বাড়ানোর পদক্ষেপ। তিনি জানান, চীন যে সীমাবদ্ধতা আরোপ করেছে তাতে চীনের কোনো নাগরিক মার্কিন কর্মকর্তা- কর্মচারিদের সঙ্গে বৈঠক করতে পারবেন না। এ মুখপাত্র দাবি করেন, মার্কিন নাগরিকদের সঙ্গে আমেরিকার সরকারের কোনো সম্পর্ক নেই এবং চীনা নাগরিকদের জন্য এ ধরনের কোনো আইন প্রয়োগ করা হয় নি।
পার্সটুডে