গুলাগুলি করা সেই ৩ ছাত্রলীগ নেতাকর্মী বহিষ্কার
Advertisements

সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে গাজীপুরের মাওনা প্রশিকা মোড় এলাকায় গুলাগুলি ও গাড়ি ভাংচুর করা সেই ৩ ছাত্রলীগ নেতাকর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

সোমবার ৪ সেপ্টেম্বর ছাত্রলীগের কেন্দ্রীয় দফতর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ’র স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন, সাবেক শ্রীপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হৃদয় শেখ, জেলা ছাত্রলীগকর্মী শিহাব হোসেন ও আনোয়ার।

গুলাগুলি ও ভাংচুরের ঘটনায় যুবলীগের শ্রীপুর উপজেলার সাধারণ সম্পাদক আজিজুর রহমানের মা বাদী হয়ে গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির মোড়লসহ ১২ জনের নামে মামলা করেন। মামলার পরপরই এ বহিষ্কৃতদের গ্রেফতার করে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ।

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি দেলোয়ার হোসেন বলেন, বাকি আসামীরাও নজরদারিতে রয়েছে। গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।

প্রসঙ্গত, গত ৩০ আগস্ট মধ্যরাতে মাদককান্ডে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির মোড়ল ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী আজিজুর রহমান অনুসারীদের মধ্যে গুলাগুলি ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। এরপর সিসিটিভি ফুটেজ দেখে বহিষ্কৃতদের গ্রেফতার করে এবং রিমান্ড চাইলে ২ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

Advertisements