তারেকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
Advertisements

দেশে যেন আর কেউ গুমের শিকার না হয়, সেজন্য রাষ্ট্রকে সক্রিয় ও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের মতো অমানবিক ঘটনা আর ঘটতে দেওয়া যাবে না। এই বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সোচ্চার হতে হবে।”

সোমবার (২৬ মে), ‘আন্তর্জাতিক গুম সপ্তাহ’ উপলক্ষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মাধ্যমে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “প্রতি বছরের মতো এবছরও মে মাসের শেষ সপ্তাহে ‘গুম সপ্তাহ’ পালিত হচ্ছে। এই আন্তর্জাতিক সপ্তাহটি গুম হওয়া ব্যক্তিদের স্মরণে পালন করা হয়। ২০০৯ সাল থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে প্রায় ৬৬৬ জন ব্যক্তি গুম হয়েছেন বলে আমাদের তথ্যে উঠে এসেছে। প্রকৃত সংখ্যাটি আরও কয়েকগুণ বেশি হতে পারে। এদের মধ্যে অনেকেই এখনও নিখোঁজ, কারো মরদেহ উদ্ধার হয়েছে, আবার কাউকে দীর্ঘদিন পর গ্রেপ্তার দেখানো হয়েছে। এটি বিগত আওয়ামী লীগ শাসনামলের এক নিষ্ঠুর দুঃশাসনের উদাহরণ।”

তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া অনেক ব্যক্তি ১০ থেকে ১৫ বছর পেরিয়ে গেলেও এখনও নিখোঁজ। সবচেয়ে বেশি গুমের শিকার হয়েছেন বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকরা। এটি বাংলাদেশের জন্য এক গভীর মানবাধিকার সংকটের বিষয়।”

সংবিধান ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধা রেখে, গুম বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে রাষ্ট্রের প্রতি জোরালো আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা।

Advertisements