ভ্যাক্সিন বিরোধী অপপ্রচার
Advertisements

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ইউনিট ছাত্রলীগ ভ্যাক্সিন বিরোধী অপপ্রচার রোধে লিফলেট বিতরণ কার্যক্রম পালন করেছে।

আজ ১৮ ফেব্রুয়ারি’২০ রোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় “এসো যাই যুদ্ধে, গুজবের বিরুদ্ধে।গুজবে কান নাহ দিয়ে, টিকা নিন, সুস্থ থাকুন” স্লোগান কে সামনে রেখে ভ্যাক্সিন নিয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তির রটানো অপপ্রচার ও গুজব রুখতে শতামেক ছাত্রলীগ ইউনিট জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণের আয়োজন করেছে।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় প্রথম সারির কোভিডযোদ্ধা ও ছাত্রলীগের গৌরবময় ইতিহাসের উত্তরসূরী হিসেবে দেশব্যাপী করোনা ভ্যাক্সিনেশন প্রোগ্রামকে জনসাধারণের মাঝে ছড়িয়ে দিতে এবং সাধারণ মানুষকে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার উপহার “করোনা ভ্যাকসিন”গ্রহণে উদ্বুদ্ধ করতে,শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ছাত্রলীগের কর্মীরা করোনা ভ্যাক্সিন গ্রহনের প্রক্রিয়া প্রচার এবং দেশ বিরোধী অপশক্তির রটানো গুজব রোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

এসময় মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতা মোঃ মিজানুর রহমান বলেন,’ভ্যাকসিন নিয়ে অব্যাহত অপপ্রচার ও গুজব রুখতে বাংলাদেশ ছাত্রলীগেের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই ও বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদা ছাত্রলীগের মাঠে থাকার অবস্থান পরিস্কার করেছেন। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ছাত্রলীগের কর্মীদের নিয়ে দেশরত্ন শেখ হাসিনার দেওয়া উপহার সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে আমরা এ পদক্ষেপ গ্রহণ করি।’

উক্ত কর্মসূচিতে অনুপ্রেরণা দিতে উপস্থিত ছিলেন শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের অধ্যক্ষ,শিক্ষক সমিতির সভাপতি ও গাজীপুর জেলা স্বাচিপের সিনিয়র সহ-সভাপতি ড. আবদুল কাদের, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জনাব ড. হাফিজুর রহমান, গাজীপুর জেলা স্বাচিপের সাধারণ সম্পাদক ড. সুশান্ত কুমার এবং গাজীপুর জেলা বিএমএ এর সহ-সভাপতি ড. মনির চৌধুরী, ছাত্রলীগের নেতাকর্মীরা সহ আরও অনেকে।

Advertisements