পতিত স্বৈরাচার শেখ হাসিনার দুই ঘনিষ্ঠ সহযোগী এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত সেনাবাহিনীর সাবেক পদস্থ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (বরখাস্ত) মো. মুজিবুর রহমান ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. আকবর হোসেন এখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্রয়ে কলকাতায় অবস্থান করছেন। নিরাপত্তা ও কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে, বিচারবহির্ভূত হত্যা, গুম, আয়নাঘর, বিরোধী দমনসহ নানা অপরাধের সঙ্গে সরাসরি জড়িত এই দুই জেনারেল সপরিবারে কলকাতায় বসবাস করছেন এবং দিল্লিতে থাকা শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে ভারতের ডিপ স্টেট ‘র’-এর সঙ্গে মিলে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন।
ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো ইতোমধ্যে শেখ হাসিনাসহ জুলাই বিপ্লবের পর ভারতে পালিয়ে যাওয়া সহযোগীদের একটি পূর্ণাঙ্গ ডেটাবেস তৈরি করেছে। সেই ডেটাবেসে জেনারেল মুজিব, জেনারেল আকবর ও তাদের পরিবারের বিস্তারিত তথ্য সংরক্ষিত রয়েছে। এর মধ্যে জানা গেছে, লে. জেনারেল (বরখাস্ত) মুজিবুর রহমান স্ত্রী তাসরিন মুজিব, ছেলে আসওয়াত আকসির মুজিব ওয়াসী, পুত্রবধূ তাহাসিন হোসেন ত্রিপা, নাতি আহসান সনজর মুজিব এবং মেয়ে রুবাইয়া মুজিবকে নিয়ে কলকাতায় বসবাস করছেন। তার পাসপোর্ট নম্বর D-00012675 এবং ফোন নম্বর +91 8414967030। ১৮তম লং কোর্সের এই সেনা কর্মকর্তা ২০২৪ সালের ৫ আগস্ট বিপ্লবের পরও কর্মরত ছিলেন এবং পরে ১১ সেপ্টেম্বর তাকে বরখাস্ত করা হয়। নিরাপত্তা সূত্র জানায়, তিনি ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। গুম, ক্রসফায়ার, শাপলা চত্বর হত্যাযজ্ঞ, দুর্নীতি ও সেনাবাহিনীতে ‘র’-এর নেটওয়ার্ক গড়ে তোলায় তার প্রত্যক্ষ সংশ্লিষ্টতা রয়েছে। তার বিরুদ্ধে দুদক মামলা করেছে এবং আদালত তাদের ৩৪টি ব্যাংক হিসাব, ঢাকার ফ্ল্যাট ও একাধিক প্লট জব্দের আদেশ দিয়েছে।
অন্যদিকে লে. জেনারেল (অব.) আকবর হোসেন স্ত্রী সুফিয়া আকবরকে নিয়ে কলকাতায় অবস্থান করছেন। তার পাসপোর্ট নম্বর D-00011900 এবং ফোন নম্বর +91 8413972834। ১৩তম লং কোর্সের এই সাবেক সেনা কর্মকর্তা শেখ হাসিনার শাসন টিকিয়ে রাখতে ডিজিএফআই প্রধান থাকাকালীন গুম, খুন, বিরোধী দমন এবং ২০১৪ সালের বিনাভোটের নির্বাচন ও ২০১৮ সালের রাতের ভোটের মূল কারিগর হিসেবে পরিচিত। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাকে দেশ থেকে বের করে দেওয়ার ঘটনাতেও তার প্রত্যক্ষ ভূমিকা ছিল। বর্তমানে তিনি কলকাতায় বসে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার ষড়যন্ত্রে ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে কাজ করছেন।
রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই দুই জেনারেলের ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ মন্তব্য করেছেন, ভারত তাদের আশ্রয় দিয়েছে শেখ হাসিনাকে পুনর্বাসন এবং বাংলাদেশকে নিয়ন্ত্রণের উদ্দেশ্যে। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম মুনিরুজ্জামান বলেছেন, বিষয়টি গুরুতর এবং এর সঠিক তদন্ত হওয়া উচিত। অপরাধ করলে অবশ্যই তাদের বিচারের মুখোমুখি করা দরকার।
এ বিষয়ে জানতে চাইলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কাছে এই দুই জেনারেলের পালিয়ে যাওয়া বা ভারতে আশ্রয় নেওয়া বিষয়ে কোনো তথ্য নেই।





































