গাজীপুরের কালিয়াকৈরে খাড়াজোড়া এলাকায় গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগে আইয়ুব আলী (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক নীলফামারী সদরের কুড়িগ্রামপাড়া এলাকার শাহিনের ছেলে।
ধর্ষণের শিকার গার্মেন্টস কর্মীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গোয়ালবাথান এলাকায় দফাদারের বাড়িতে ভাড়া থেকে একটি গার্মেন্টসে চাকরি করতেন ওই তরুণী। একই কারখানায় চাকরি করতেন আইয়ুব আলী। তিনি বিভিন্ন সময় ওই গার্মেন্টস কর্মীকে উক্ত্যক্ত করতেন। শুক্রবার (৯ এপ্রিল) কারখানার নাইট ডিউটি করে ওয়াশরুমে হাতমুখ ধুতে যান তরুণী। তখন ওই যুবক গার্মেন্টসকর্মীকে টয়লেটে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।
এ ঘটনায় মেয়ের মা রমেলা খাতুন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ শনিবার (১০ এপ্রিল) সকালে ওই যুবককে আটক করে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, ধর্ষণের ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। এ ছাড়া ধর্ষণকারীকে গ্রেফতার করে শনিবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।