মার্কিন আগ্রাসন বিশ্বকে বিপর্যয়ের মুখে নিয়ে গেছে
Advertisements

চীনের একটি মানবাধিকার সংস্থা বলেছে, সারাবিশ্বে আমেরিকা দীর্ঘদিন ধরে যে যুদ্ধ চাপিয়ে দিয়ে আসছে এবং তারা যে বলদর্পী আকাঙ্ক্ষা পোষণ করছে এতে পুরো বিশ্ব ভয়াবহ বিপর্যয়ের মুখে চলে গেছে।

চীনের সর্ববৃহৎ বেসরকারি সংস্থা ‘চায়না সোসাইটি ফর হিউমান রাইটস স্টাডিজ’ গতকাল (শুক্রবার) এক রিপোর্টে একথা বলেছে। এতে বলা হয়েছে- মানবাধিকার রক্ষার নামে আমেরিকা দেশে দেশে যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে তাতে শুধুমাত্র সংশ্লিষ্ট দেশগুলোর সামরিক বাহিনীর ব্যাপক ক্ষতি হচ্ছে না বরং বিপুল সংখ্যায় বেসামরিক নাগরিক মারা যাচ্ছে এবং প্রচুর পরিমাণে সম্পদের ক্ষতি হচ্ছে।

বিশ্বের বিভিন্ন দেশে এই যুদ্ধ চাপিয়ে দেয়ার মধ্যদিয়ে আমেরিকা স্বার্থপরতা এবং কপটতার মুখোশ উন্মোচিত হয়েছে।

চীনা মানবাধিকার সংস্থার রিপোর্টে মার্কিন আগ্রাসনের নমুনা হিসেবে ১৯৪৭ সালে গ্রিসে সামরিক হামলা থেকে শুরু করে ভেনিজুয়েলা সরকারের বিরুদ্ধে অবস্থানের কথা তুলে ধরা হয়েছে। কোরিয়া যুদ্ধ, ভিয়েতনাম, উপসাগরীয় যুদ্ধ, কসোভো, আফগানিস্তান, ইরাক এবং সিরিয়া যুদ্ধের কথা উল্লেখ করা হয়েছে চীনা মানবাধিকার সংস্থার রিপোর্টে।

পার্সটুডে

Advertisements