কাপাসিয়ায়-মালবাহী-ট্রলি-নিয়ন্ত্রণ-হারিয়ে-গভীর-পুকুরে-চালক-নিহত
Advertisements

গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় মালবাহী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর পুকুরে পরে চালক আরিফ (২০) ঘটনাস্থলেই মারা যায়।

আজ সোমবার (৯ নভেম্বর) আনুমানিক সকাল ১১ ঘটিকায় গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের বানারকান্দী গ্রামে এক মর্মান্তিক  ট্রলি দূর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় ট্রলি উল্টে রাস্তার পাশের গভীর পুকুরে পরে,  ট্রলির ড্রাইভার আরিফ (২০) ঘটনাস্থলেই নিহত হয়। তাছাড়া গুরুতর আহত হয়েছেন আরো ২জন। দুজনকে স্থানীয়রা মিলে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।

নিহত ড্রাইভার আরিফ হোসেন কুশদী হঠাৎ মার্কেট নিবাসী মোঃ ইদ্রিস আলীর ছোট ছেলে। ভাওয়াল বার্তা প্রতিনিধি স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করতে পারেননি। নিহত আরিফের এলাকার ঢাকায় অবস্থানরত সাকিব রায়হান (২৭) এর সাথে কথা বললে তিনি বলেন আরিফ ছোটবেলা থেকেই অনেক হাসিখুশি, মিশুক প্রকৃতির সুন্দর মনের একটা ছেলে ছিলো।

সে জন্য এলাকার প্রায় সব শ্রেণির মানুষজন তাকে ভালবাসতো। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। অনেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা সহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Advertisements