গাজীপুরে পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোর নিহত হয়েছে। নিহত কিশোরের নাম মো. হুমায়ুন (১৪)। সে নেত্রকোণা জেলার পূর্বধলা থানার কাঠা বোকা গ্রামের তারা মিয়ার ছেলে। সে গাজীপুর নগরীর চা বাগান এলাকায় ভাড়াবাসয় থাকতেন।
বুধবার(২৩ জুন)সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। লকডাউনের কারণে তাদের চায়ের দোকান বন্ধ থাকায় দিনমজুরের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়।
গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) সদর থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানান, গাজীপুর সিটি করপোরেশনের চা বাগান এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থেকে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মাধব মন্দিরের সামনে বাবার চায়ের দোকানে কাজ করতো হুমায়ুন। করোনা সংক্রমণ প্রতিরোধে জেলায় লকডাউনের কারণে দুইদিন ধরে দোকান বন্ধ থাকায় পরিবারের খরচ জোগাতে ওই মন্দিরের সামনে নির্মাণাধীন বেঞ্চ তৈরির কাজে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করছিল হুমায়ুন। সকাল সাড়ে ৮টার দিকে কাজ করার সময় পানির পাম্প চালাতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে পার্শ্ববর্তী রাজদিঘীতে পড়ে যায় সে।
এ সময় আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে হুমায়ুনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।