ট্রেন
Advertisements

গাজীপুর সিটি করপোরেশনের সালনা টেকিবাড়ি এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনে ট্রেনের নিচে কাটা পড়ে দুই নারী নিহত হয়েছেন। ঝড়-বৃষ্টিতে আম কুড়াতে গিয়ে তারা দুর্ঘটনার শিকার হন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

শনিবার (৫ জুন) সকালে এ ঘটনাটি ঘটে।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামাল হোসেন ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— গাইবান্ধা সদর থানার পশ্চিম পলিয়া এলাকার জালাল মিয়ার স্ত্রী মোসা. সাজেদা (৫০) ও জামালপুরের দেওয়ানগঞ্জ থানার কলাকান্দা এলাকার আবুল মোকাব্বরের স্ত্রী মোরশেদা (৩৫)।

সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামাল হোসেন জানান, আজ সকালে ঢাকা-রাজশাহী রেললাইনে সালনা টেকিবাড়ি এলাকায় ঝড় বৃষ্টির সময় আম কুড়াতে যান মোরশেদা ও সাজেদা আক্তার। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা নীল সাগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে ওই দুই নারী নিহত হন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ মর্গে পাঠানো হচ্ছে।

Advertisements