শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে মারা গেলেন এক কৃষক
Advertisements

গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) বাসন থানার বারবৈকা এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে সিয়াম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বিদ্যুতের তারে আটকে পড়া ঘুড়ি নামাতে গিয়ে সে এ দুর্ঘটনা শিকার হয়।

শুক্রবার (১১ জুন) সকাল ৯ টার দিকে এ ঘটনাটি ঘটে। সিয়াম বারবৈকা এলাকার জাকির হোসেনের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) ফোরকান মোল্লা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সকালে বারবৈকা এলাকায় একটি বাড়ির ছাদে ঘুড়ি উড়াতে যায় সিয়াম। এসময় তার ঘুড়িটি পাশেই বিদ্যুতের তারে আটকে যায়। পরে লোহার রড দিয়ে আটকে পড়া ঘুড়িটি নামানোর চেষ্টা করে। এক পর্যায়ে সিয়ামের হাতে থাকা লোহার রডটি বিদ্যুতের তারের সঙ্গে লেগে বিদ্যুতায়িত হয়। এতে সিয়াম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান এসআই ফোরকান মোল্লা।

Advertisements