গাজীপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২১ পালিত হয়েছে। এবারের নারী দিবসের প্রতিপাদ্য ছিল,‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’।
গাজীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় এবং মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, সনাক-টিআইবি, এসএনডি ও কেয়ার বাংলাদেশ-এর উদ্যোগে ৮ মার্চ সোমবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ভাওয়াল নাটমন্দিরে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অন্ষ্ঠুান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ডা. নন্দিতা মালাকার, সদর উপজেলা চেয়ারম্যান রীনা পারভীন, জাতীয় মহিলা সংস্থা গাজীপুর জেলা শাখার চেয়ারম্যান সেলিনা ইউনুছ, ভাষা শহিদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, নারী নেত্রী হোসনে আরা জুলি এবং মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক শাহানাজ আক্তার। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া সকালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী প্রো-উপাচার্য অধ্যাপক ড. নাসিম বানুর নেতৃত্বে নারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ ক্যাম্পাসে একটি র্যালি বের করেন।