আফগানিস্তানের স্বাধীনতা
Advertisements

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ ও চীন আফগানিস্তানের স্বাধীনতা, জাতীয় ঐক্য ও জনগণের অধিকার রক্ষায় সহযোগিতা করতে বদ্ধপরিকর। তিনি আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের তৃতীয় সম্মেলনে যোগ দিতে চীনের পূর্বাঞ্চলীয় তুনশি শহরে পৌঁছে এ মন্তব্য করেন।

এক টুইটার বার্তায় আব্দুল্লাহিয়ান বলেন, বিশ্ব সমাজের উচিত আফগানিস্তানের প্রতি আরো বেশি দৃষ্টি দেয়া। তিনি বলেন, ইরান ও চীন একটি স্থিতিশীল, উন্নত ও প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক রক্ষাকারী আফগানিস্তান দেখতে চায়।

চীন সফরে অন্যান্যের মধ্যে ইরানের প্রেসিডেন্টের আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি হাসান কাজেমি কোমি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক সাইয়্যেদ রাসূল মুসাভি, মন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগর বিষয়ক মহাপরিচালক রেজা জাবিব এবং ইউরেশিয়া বিষয়ক মহাপরিচালক আলীরেজা হাকিকাত পররাষ্ট্রমন্ত্রীকে সঙ্গ দিচ্ছেন।

আজ বুধবার আরো পরে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দু’দিনব্যাপী সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে। এতে ইরান, চীন, পাকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী অথবা তাদের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

এর আগে ২০২১ সালের ৮ সেপ্টেম্বর এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের প্রথম সম্মেলন ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় এবং একই বছরের ২৭ অক্টোবর ইরানের রাজধানী তেহরানে দ্বিতীয় সম্মেলনটি সশরীরে অনুষ্ঠিত হয়। এবার এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের তৃতীয় সম্মেলনও সশরীরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

Advertisements