গাজীপুরের কালিয়াকৈরে জুতার কারখানায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। আজ ১০ অক্টোবর রোজ শনিবার বিকাল ৪.৩০ মিনিটে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বারইপাড়ায় “এফবি ফুটওয়ার লিমিটেড” নামে একটি জুতার কারখানায় ভয়ঙ্কর অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বিকেল ৪.৩০ মিনিটে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছেনা। আগুন নিয়ন্ত্রণে আনতে টঙ্গী, গাজীপুর, সালনা, কালিয়াকৈর, মির্জাপুর সহ ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে। কারখানার এক/দুইটি রুমে অনেক পরিমাণে দাহ্য পদার্থ (কেমিক্যাল) থাকায় বার বার আগুন নিভানোর পরেও আবার নতুন করে আগুন ছড়িয়ে পরছে বলে জানা যায়। এসব দাহ্য কেমিক্যাল গুলো জুতার সোল্ড বানানোর কাজে ব্যবহার করা হতো।
ফায়ার সার্ভিসের সদস্যদের কাছে পানির সল্পতা আছে কিনা জানতে চাওয়া হলে বলেন- পানির কোনো সল্পতা নেই৷ কারখানায় কিছু দাহ্য কেমিক্যালের জন্যই এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছেনা।
এদিকে কারখানার শ্রমিকদের কাছে আগুন লাগার কারণ জানতে চাইলে কেউই কথা বলতে রাজি হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন শ্রমিক বলেন- কারখানার কর্তৃপক্ষের দিক থেকে নাকি মিডিয়াকে কিছু বলতে নিষেধ আছে।
প্রায় সাত ঘন্টা ধরে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে না পাড়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।