কাপাসিয়ায় ধান-চাল মজুদদারি রোধে কঠোর প্রদক্ষেপ নিয়েছেন উপজেলা প্রশাসন
Advertisements

কাপাসিয়ায় ধান-চালের অবৈধ মজুদের বিরুদ্ধে মাঠে নেমেছে কাপাসিয়া উপজেলা প্রশাসন। চলতি মাসের শুরু থেকে অবৈধ মজুদদারদের বিরুদ্ধে অভিযান, নজরদারি ও ভ্রাম্যমাণ আদালত চলছে।

৮ অক্টোবর উপজেলা সাফাইশ্রী ও উত্তর খামের ৩ টি অটো রাইস মিলের পরিদর্শন করে সংশ্লিস্টদের মজুদের বিষয়ে সতর্ক করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা: ইসমত আরা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য ইন্সপেক্টর মনির হোসেন প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা: ইসমত আরা বলেন অতিরিক্ত ধান-চাল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির পাঁয়তারার বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।সরকারি নীতিমালা অনুসারে পাইকারি ব্যবসায়ী পর্যায়ে সর্বোচ্চ ৩০ দিন এবং খুচরা ব্যবসায়ী পর্যায়ে সর্বোচ্চ ১৫ দিন ধান-চাল মজুদ রাখার বিধান আছে।

একই সঙ্গে চাল ব্যবসায়ীদের কে সতর্ক করেছে উপজেলা প্রশাসন।

Advertisements