ইহুদিবাদী যুদ্ধমন্ত্রী শেষ পর্যন্ত স্বীকার করেছেন গাজা যুদ্ধে তাদের ব্যাপক মাশুল গুণতে হচ্ছে। গাজায় নিজেদের ৩ বন্দিকে নিজেরাই ভুল করে হত্যা করেছে বলেও স্বীকার করেছে মিডিয়াগুলো।
ইহুদিবাদী যুদ্ধমন্ত্রী ইউয়ভ গ্যালান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ওই স্বীকারোক্তি করেন। নিজেদের ৩ বন্দিকে হত্যা করার ঘটনাকে দু:খজনক বলে মন্তব্য করে তিনি বলেন: এভাবে প্রতিদিনই আমাদেরকে গাজা যুদ্ধে চড়া মূল্য দিতে হচ্ছে। এর আগেও নিজেদের ভুলে বেশ কয়েকজন ইহুদিবাদী সেনার হতাহত হওয়ার খবর মিডিয়ায় এসেছিল। প্রাণহানি ছাড়াও বিশাল যুদ্ধব্যয়ের কথা জানিয়েছেন গ্যালান্ত। এ পর্যন্ত ৩০ বিলিয়ন শেকেল (ইসরাইলি মুদ্রা) ব্যয় হয়ে গেছে। ইহুদিবাদী কেন্দ্রিয় ব্যাংকের প্রধান ইতোপূর্বে গাজাযুদ্ধে তাদের ভয়াবহ অর্থনৈতিক পরিণতির বিষয়ে হুশিয়ারি দিয়েছিলেন।
এদিকে ইহুদিবাদী যোদ্ধারা গাজা যুদ্ধে ক্লান্ত হয়ে পড়েছে বলে জানিয়েছে ইসরাইলি সেনা মুখপাত্র। তিনি বলেন হামাস যোদ্ধারা ইসরাইলি সেনাদের কব্জা করতে বিশেষ কৌশল ব্যবহার করছে।
আজ (রবিবার) সকালে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই স্বীকারোক্তি দিয়ে সেনা মুখপাত্র বলেন: গাজা যুদ্ধের চরম ক্লান্তিতে ভুগছে ইসরাইলি সেনারা। তাদের অনেকেই মাসাধিক কাল ধরে যুদ্ধক্ষেত্রে রয়েছেন।