গাজায় ইসরাইলি হামলা
Advertisements

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের অব্যাহত বোমা হামলায় শহীদের সংখ্যা ১০ হাজার ২২ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ২৫২ ফিলিস্তিনি শাহাদাৎবরণ করেছেন।

এ পর্যন্ত যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে ৪ হাজার ১০৪টি শিশু ও ২ হাজার ৬৪১ জন নারী রয়েছেন। আর উপত্যকাটিতে পাশবিক হামলায় আহত হয়েছেন ২৫ হাজার ৪০৮ জন ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ (সোমবার) এ তথ্য জানিয়েছে।

গাজায় ৭ অক্টোবর থেকে চলমান ইসরাইলি হামলায় শহীদ হয়েছেন ১৯২ জন চিকিৎসাকর্মী। এ সময় ১৬টি হাসপাতাল বন্ধ হয়ে গেছে। ধ্বংস হয়ে গেছে ৩২টি অ্যাম্বুলেন্স।

গতকাল রোববার গাজার আল-রানতিসি হাসপাতালে দুবার বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে হাসপাতালটির সোলার প্যানেল ও পানির ট্যাংকগুলো ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া একটি ক্যানসার চিকিৎসাকেন্দ্র ও বিশেষায়িত শিশুদের চিকিৎসাকেন্দ্রেও হামলা হয়েছে। এতে চারজন নিহত হয়েছেন। শিশুসহ আহত ৭০।

Advertisements