ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার অসহায় মানুষদের ওপর ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। এর ফলে প্রতি মুহূর্তে হতাহত ফিলিস্তিনির সংখ্যা বাড়ছে।
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ৫০০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন
গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে হামলায় বহু ফিলিস্তিনি শহীদ হয়েছেন। মধ্য গাজার আবাসিক এলাকাগুলোতে ব্যাপক বোমাবর্ষণ করেছে ইসরাইলি জঙ্গি বিমানগুলো। সেখানে একটি ভবনে বোমা হামলায় ‘হাসুনা’ পরিবারের বহু সদস্য প্রাণ হারিয়েছেন।
রাফাহ’র একটি জনাকীর্ণ স্থানে ইসরাইলের বোমার আঘাতে ৪০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ (রোববার) জানিয়েছে, ইসরাইলি হামলায় শহীদের সংখ্যা বেড়ে পাঁচ হাজার ৮৭ জনে পৌঁছেছে।
এর মধ্যে ২ হাজার ৫৫ শিশু এবং ১,১১৯ জন নারী রয়েছেন। এছাড়া ইসরাইলি হামলায় এ পর্যন্ত আহত হয়েছেন ১৫ হাজার ২৭৩ জন।




































