গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী বাইপাস এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অমূল্য কুমার নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার বলরামপুর এলাকার আনন্দ কুমারের ছেলে অমূল্যকুমার।
শুক্রবার (৪ই জুন)বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলা শ্রীফলতলী বাইপাস এলাকার শুক্রবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফুটওভার ব্রিজের কাজ করছিলেন এই শ্রমিক। কাজ করার এক পর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লুটিয়ে পড়ে যায় । পরে আহত অমূল্য কুমারকে এলাকাবাসী ও অন্য শ্রমিকরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রতিনিধি/ইয়ামিন হোসেন পাটোয়ারী