কাপাসিয়া উপজেলার তরগাঁওয়ে বিষাক্ত পোকার কামড়ে একজন নিহত ও একজন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে । প্রতিবেশীদের দেয়া বক্তব্যে জানা যায় শুনিল চন্দ্র শীল( ৮০)তার বাড়িতে কিছুদিন যাবৎ একটা পোকার বাসা ছিল।
২৯ আগস্ট রোজ শনিবার তিনি তা সরানোর সিদ্ধান্ত নেন। সম্ভাব্য সময় দুপুর ২.০০ টার দিকে তা সরাতে গিয়ে উল্টো পোকার কামড়ে আক্রান্ত হন। অবস্থা খারাপ দেখে শ্বশুরকে বাঁচাতে তাঁর ছেলের বউ উনার উপর কিছু ভারি কাঁথা চাপা দেন। কিন্তু পোকাগুলো উল্টো ঐ মহিলাকেও আক্রমণ করে । তাদের চিৎকার শুনে বাড়ির অন্যান্যরা এবং এলাকাবাসী ছুঁটে আসে। ততক্ষনে তাদের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় উপনীত হয়।
বাড়িতে কিছুক্ষণ রাখার পর অবস্থা খারাপ দেখে তাদেরকে বিকাল ৪.০০ টার দিকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান স্বজনেরা । চিকিৎসা দেয়ার পর দুজনের শারীরিক অবস্থার উন্নতি ঘটে । কিন্তু মহিলার অবস্থা স্বাভাবিক হলেও শশুর শুনিল চন্দ্র শীলের আবস্থার অবনতি ঘটে । তিনি স্থানীয় সময় রাত ৮.০০ দিকে হাসপাতালে মৃত্যুবরণ করেন।