গাজীপুরে শ্রীপুরে ড্রাম্প ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ২ জন, আহত ৩
Advertisements

গাজীপুর কাপাসিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা আরোহী এক যুবক নিহত হয়েছে ।

শুক্রবার সকালে কাপাসিয়া মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে । দুর্ঘটনায় নিহত হয় বরগুনার আমতলী উপজেলার খান তৌহিদ ওসমানের ছেলে খান মোহাম্মদ ওসমান ওরফে শোভন (২৪)। তিনি কাপাসিয়ার দস্যূ নরায়ণপুর উত্তরপাড়ায় বসবাস করতেন।

কাপাসিয়া থানার এসআই আব্দুল মোমিন জানান, কাপাসিয়া বাজার থেকে বাজার করে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে বাসায় ফেরার পথে সকাল ৯টার দিকে মধ্যপাড়া এলাকায় বিপরীতগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শোভন মারা যান।

তিনি জানান, লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

Advertisements