কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়া উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচি নিয়ে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ২৮ আগস্ট (শনিবার) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে সাত দিন ব্যাপি কর্মসূচী নিয়ে কাপাসিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মৎস্য অধিদপ্তরের ব্যাপস্থাপনায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ হারুন অর রশীদ স্বাগত বক্তব্যে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে সরকারের নির্দেশ মোতাবেক সাতদিন ব্যাপি কর্মসূচীর লিখিত বক্তব্য পাঠ করেন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া ইয়াছমিন।
কর্মসূচীর আলোকে ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত উপজেলার সরকারি
পুকুর সমূহে মাছের পোনা অবমুক্ত ও মৎস্য চাষিদের মাঝে মাছের পোনা বিরতণসহ নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে।