কাপাসিয়া - কাপাসিয়া কাঁচা রাস্তায় ধান লাগিয়ে প্রতিবাদ - সত্য ও নিরপেক্ষ সংবাদ
Advertisements

কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডেরর শেখ বাড়ি হয়ে ৬নং ওয়ার্ডেরর বেলাশী পশ্চিমপাড়া পর্যন্ত আধা কিলোমিটার রাস্তা পাকাকরণের দাবিতে এ রকম প্রতিবাদে মিলিত হন এলাকাবাসী । রাস্তাটি পাকা না হওয়ায় ৩০০-৪০০ মানুষকে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানান এলাকাবাসী। বিশেষ করে বেলাশী পশ্চিমপাড়ার সকল শ্রেণির মানুষদের আমরাইদ, হাইলজোর কাপাসিয়া যাওয়ার অন্যতম রাস্তা এটি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের একমাত্র মাটির রাস্তাটির দীর্ঘদিন থেকেই নেই কোন সংস্কার। আর বর্ষাকালে এ রাস্তার হাটু কাঁদার চলাচল খুবই কষ্টসাধ্য।

গ্রামের বাসিন্দা অনেকেই আক্ষেপ করে জানান কাপাসিয়ার সব জায়গায় সবকিছুর উন্নয়ন হলেও আমাদের এই অবহেলিত রায়েদ ইউনিয়নের রায়েদ গ্রাম বেলাশী গ্রামের রাস্তার কোন উন্নয়ন হয় না। আর যোগাযোগ ব্যবস্থা উন্নত নয় বলে আমাদের জীবন মানও উন্নত হচ্ছে না। আমাদের গ্রামের কোন আত্মীয়-স্বজন বেড়াতে আসতে পারে না কারণ গ্রামের রাস্তা-ঘাট ভালো নয় বলে।

কাপাসিয়া প্রতিনিধি

Advertisements