কাপাসিয়ায় ছিনতাইয়ের অভিযোগে অটোচালকসহ দুজনকে আটক
Advertisements

গাজীপুরের কাপাসিয়ায় ছিনতাইয়ের অভিযোগে অটোচালকসহ দুজনকে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী।

গতকাল (৮ সেপ্টম্বর) মঙ্গলবার  দুপুরে উপজেলার বারিষাব ইউনিয়নের নয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত অটোচালক সোহেল মিয়া (২৮) নুরাবাড়ী এলাকার জালাল মিয়ার ছেলে ও অন্যজন (১৫) কাঠ ব্যবসায়ীর  দুলু মিয়ার ছোট ছেলে।

ঘটনাস্থল থেকে জানা যায়, কুশদী শিববাড়ী এলাকার প্রবাসী শরিফের স্ত্রী মাহমুদা আক্তার জলিল মার্কেট থেকে সোহেলের অটোতে ওঠেন। অটোচালকের সাথে ওই কিশোরও ছিল। কিছুদূর যাওয়ার কিশোর মহিলার ভ্যানিটি ব্যাগ ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। মহিলার ভ্যানিটি ব্যাগে  ৮০ হাজার টাকা ছিল বলে জানা যায়।

এ সময় তার চিৎকারে ইউপি মেম্বার সুলতান উদ্দিন ও রওশনারা বিথীসহ লোকজন এগিয়ে এসে সোহেলকে আটক করেন।  অনেক খোঁজাখুঁজি করে ওই কিশোরকে চাঁন মিয়ার ঘর থেকে আটক করা হয়।  ঘটনার সাথে  সোহেল নিজে জড়িত বলে স্বীকার করে।

কিছুদিন আগে একটি সিএনজিচালিত অটোরিকশা ২ জন মাদ্রাসার ছাত্রকে বারিষাব থেকে মাদ্রাসায় নিয়ে যাবে বলে সিএনজিতে তুলে বানার হাওলা নামক জায়গায় যাওয়ার পর ইঞ্জিন বন্ধ করে দেয়। চালক বলেন, ‘যান্ত্রিক ত্রুটি, ইঞ্জিন বন্ধ হয়ে গেছে’ আর যেতে পারবে না । এমন সময় ২ জন আজ্ঞাত ছেলে এসে ছাত্রদের হুমকি দেয় এবং সাথে যা আছে সব দিতে বলে কিন্তু ছাত্ররা না দিতে চায়লে তাদেরকে একজনের ছুরি দিয়ে হাত কেটে ফেলে। পরে ভয়ে সব দিয়ে দেয় । উদের কান্নার আওয়াজ শুনে মানুষ আসলে ছিনতাইকারিরা পালিয়ে যায়।

কয়েকজন এলাকাবাসি জানান,ছিনতায়ের ঘটনার পিছনে মাদকসেবীরা জড়িত থাকতে পারে।

Advertisements