করোনায় আক্রান্ত গাজীপুরের সিটি মেয়র
Advertisements

গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম করোনায় আক্রান্ত হয়েছেন।বর্তমানে তিনি আইসোলশেনে আছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন মেয়র জাহাঙ্গীর। তিনি সুস্থতার জন্য গাজীপুরসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

মেয়র জাহাঙ্গীর জানান, সম্প্রতি করোনার লক্ষণ দেখা দিলে গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে তার নমুনা পরীক্ষা দেওয়া হয়। বুধবার (১১ আগস্ট) জানতে পারেন তিনি করোনা পজিটিভ। এরপর থেকে তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন।

মেয়র জাহাঙ্গীর করোনার শুরু থেকেই নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে আসছেন। তার নেতৃত্বে করোনার সময় সিটি করপোরেশন থেকে সব ধরনের সাহায্য-সহযোগিতা করা হচ্ছে।

সিটি মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘নগরবাসীসহ দেশবাসীর কাছে আমি দোয়া চাই। আল্লাহ যেন আমাকে দ্রুত সুস্থ করে জনসেবা করার সুযোগ দেন।’

প্রসঙ্গত, ২০১৮ সালে গাজীপুর সিটি করপোরেশনের দ্বিতীয় নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে জাহাঙ্গীর আলম বিপুল ভোটে মেয়র পদে নির্বাচিত হন।

Advertisements