ইহুদিবাদী ইসরাইলের হামলায় হামাস নেতা আরোরি নিহত
Advertisements

দখলদার ইহুদিবাদী ইসরাইলের ড্রোন হামলায় হামাসের রাজনৈতিক শাখার উপ-প্রধান সালেহ আল আরুরিসহ ছয় জন শাহাদাৎবরণ করেছেন।লেবাননের রাজধানী বৈরুতের একটি ভবনে ড্রোন থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে তারা শহীদ হয়েছেন।

হামাস উপনেতার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে । লেবাননের আল-মায়াদিন চ্যানেলও আল-আরুরি নিহত হওয়ার খবর দিয়েছে।

তিনি ছিলেন হামাসের রাজনৈতিক ব্যুরোর উপ-প্রধান এবং ফিলিস্তিনি গোষ্ঠীর সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডের অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি ১৯৬৬ সালে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় জন্মগ্রহণ করেন।

ইসরায়েলের কারাগারে ১৫ বছর কাটানোর পর দীর্ঘদিন লেবাননে নির্বাসিত জীবন যাপন করছিলেন তিনি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তিনি গাজা যুদ্ধে হামাস ও এর কৌশলের মুখপাত্র হিসেবে কাজ করেছেন।

গত মাসে তিনি আল জাজিরাকে বলেছিলেন, গাজায় ইসরায়েলি অভিযান শেষ করার আগে হামাস বন্দী বিনিময় চুক্তি নিয়ে আলোচনা করবে না।

তিনি বলেন, ‘সব ধরনের সামরিক পরিস্থিতির জন্য প্রতিরোধ প্রস্তুত রয়েছে। “প্রতিরোধের জন্য কোনও ভয় বা উদ্বেগ নেই। তারা জিতবে”।

গত অক্টোবরে ইসরায়েলি বাহিনী রামাল্লার কাছে তার বাড়ি ধ্বংস করে দেয়।

২০১৫ সালে মার্কিন সরকার তাকে ‘বৈশ্বিক সন্ত্রাসী’ হিসেবে ঘোষণা করে এবং তার সম্পর্কে তথ্য দিলে ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করে।

Advertisements