ইসরাইল সরকার আগুন নিয়ে খেলছে
Advertisements

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইহুদিবাদী ইসরাইল সরকার এবং অবৈধ বসতি স্থাপনকারীরা আগুন নিয়ে খেলছে। শিগগিরই এই খেলা বন্ধ না হলে এর ভয়াবহ পরিণতি তাদেরকে বরণ করতে হবে।

পবিত্র আল-কুদস শহরের শেখ জাররাহ শরণার্থী শিবিরে বসবাসরত ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী এবং অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের হামলার পর এই হুঁশিয়ারি বার্তা উচ্চারণ করল হামাস।

বায়তুল মুকাদ্দাস শহরের হামাস মুখপাত্র মোহাম্মদ হামাদেহ আজ (রোববার) এক বিবৃতিতে বলেন, শেখ জাররাহ শরণার্থী শিবিরের ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদীদের হামলা আন্তর্জাতিক ও মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং তারা প্রকৃতপক্ষে আগুন নিয়ে খেলছেন।

তিনি অধিকৃত ভূখণ্ডের সমস্ত ফিলিস্তিনিকে বিশেষ করে আল-কুদস শহরের ফিলিস্তিনিদেরকে শেখ জাররাহ শরণার্থী শিবিরের ফিলিস্তিনি মুসলমানদের সমর্থনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

ফিলিস্তিনিদের মাধ্যমে এক ইসরাইলিকে গাড়ি চাপা দেয়ার কথিত অভিযোগ তুলে ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিবাদীরা।

Advertisements