লেবাননে নাজিব মিকাতির নেতৃত্বে সরকার ঘোষণা
Advertisements

লেবাননে শেষ পর্যন্ত সরকার গঠন করা হয়েছে। এর মধ্যদিয়ে এক বছরের বেশি সময়ের রাজনৈতিক সমস্যার সমাধান হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

প্রেসিডেন্ট মিশেল আউন আজ (শুক্রবার) সরকার গঠনের খবর ঘোষণা করেছেন। আজই মিশেল আউন ও নাজিব মিকাতি এ সংক্রান্ত একটি ডিক্রিতে সই করেছেন। এ সময় সংসদ স্পিকার নাবি বেরি উপস্থিত ছিলেন।

নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন আব্দুল্লাহ বুহাবিব। অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউসুফ খালিল এবং স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন ফিরাস আবাইদ। উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন সায়াদা আশ শামি।

সাদ হারিরি সরকার গঠন করতে ব্যর্থ হওয়ার পর গত ২৬ জুলাই নাজিব মিকাতিকে সরকার গঠনের দায়িত্ব দেন প্রেসিডেন্ট মিশেল আউন।

সরকার গঠন নিয়ে জটিলতার মধ্যে লেবাননের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। দেখা দিয়েছে ওষুধ ও জ্বালানি সংকট।

আজ সরকার গঠনের ঘোষণা দিয়ে নাজিব মিকাতি বলেছেন, নবগঠিত সরকারে সব পক্ষের প্রতিনিধি রয়েছে। ঐক্য ও সংহতির মাধ্যমে দেশের সংকট সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি।

Advertisements