ইরানের রাজধানী তেহরানের পশ্চিমে অবস্থিত কারাজ শহরের উপকণ্ঠে বুধবার প্রচণ্ড বিস্ফোরণের শব্দ সম্পর্কে নানা গুজব ছড়িয়ে পড়ার পর এ ব্যাপারে ব্যাখ্যা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।
এটি বলেছে, সামরিক বাহিনীর অনুশীলনের সময় নিক্ষিপ্ত একটি রকেট থেকে ওই শব্দ হয়েছে।
আলবোর্জ প্রদেশে অবস্থিত আইআরজিসি’র ইমাম হাসান মুজতবা সামরিক ঘাঁটির জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে একথা জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, যে রকেটটির শব্দ শোনা গেছে সেটি আইআরজিসি’র একটি ঘাঁটি থেকে নিক্ষেপ করা হয়েছে এবং তা পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল।তবে এ ব্যাপারে জনমনে নানা সন্দেহ ও জল্পনা-কল্পনা সৃষ্টি করেছে।
বিবৃতিতে আরো বলা হয়, অতীতেও এ ধরনের অনুশীলন চালানো হয়েছে। কাজেই দেশবাসীকে অনুরোধ করা হচ্ছে, তার যেন রাষ্ট্রবিরোধী অপশক্তিগুলোর প্রচারণায় কান দিয়ে বিভ্রান্ত না হন।
পার্সটুডে