ইরাকে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড
Advertisements

ইরাকের দক্ষিণাঞ্চলীয় এক হাসপাতালের করোনা ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে অন্তত ২২ জন।

সোমবার (১২ জুলাই) দেশটির দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরের আল হুসেইন হাসপাতালে এ ঘটনা ঘটে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রাতে কোভিড আইসোলেশন ওয়ার্ডে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

তবে প্রদেশের স্বাস্থ্য বিভাগ জানায়, অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ থেকে এই আগুনের সূত্রপাত।

স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মুখপাত্র হায়দার আল-জামিলি মঙ্গলবার ভোরে বলেন,কোভিড আইসোলেশন ওয়ার্ড থেকে নিহত ৫২ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় ২২ জন আহত হয়েছে ।

তিনি আরও বলেন, ‘নিহতরা দগ্ধ হয়ে মারা গেছে।অনুসন্ধান অব্যাহত রয়েছে। ভবনের ভেতরে এখনো মানুষ আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মাত্র তিন মাস আগেই আল হুসেইন হাসপাতালে নতুন কোভিড ওয়ার্ডটি চালু করা হয়। ওই ওয়ার্ডে ৭০টি বেড রয়েছে। এছাড়া হাসপাতাল ভবন নির্মাণেও দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে প্রাথমিক তদন্তে।

ইরাকে তিন মাসের মধ্যে দ্বিতীয় বারের মতো হাসপাতালের কোভিড ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। এর আগে, এপ্রিলে বাগদাদের এক হাসপাতালে অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের ঘটনায় ৮২ জনের মৃত্যু হয়।

সূত্র : আল জাজিরা

Advertisements