ইউক্রেনে রুশ সামরিক কমান্ডে পরিবর্তন
Advertisements

ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযানের কমান্ডিং পর্যায়ে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। ইউক্রেনের সমস্ত অভিযানে এখন থেকে নেতৃত্ব দেবেন রাশিয়ার সামরিক বাহিনী জেনারেল সের্গেই সুরোভিকিন। এর আগে তিনি সিরিয়ায় রাশিয়ার বাহিনীর নেতৃত্ব দিয়েছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (শনিবার) জানিয়েছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চল এবং দোনবাস এলাকায় সেনা ও যুদ্ধ পরিচালনা করবেন জেনারেল সুরোভিকিন। রাশিয়া ফেডারেশনের প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়।

যুদ্ধ পরিচালনায় দক্ষ এই জেনারেল ২০১৭ সাল থেকে রাশিয়ার অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ওই বছরই তিনি সিরিয়ায় সামরিক অভিযানে বীরত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য হিরো অব রাশিয়া পদকে ভূষিত হন। চেচনিয়ার বিদ্রোহ দমনের ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

সামরিক অভিযানে জেনারেল সুরোভিকিন অত্যন্ত কঠোর দৃষ্টিভঙ্গি পোষণ করেন এবং অর্থডক্স খ্রিষ্টান হিসেবে ব্যক্তিগত জীবনে তিনি ধর্ম পালন করেন। এ কারণে তাকে তার সহকর্মীরা “জেনারেল আরমাগেডন” নামে অভিহিত করে থাকেন। আরমাগেডন হচ্ছে বাইবেলে বর্ণিত মহাকালের শেষপ্রান্তে শুভ এবং অশুভ শক্তির শেষ যুদ্ধ।

Advertisements