ইউক্রেনের হামলায় আরো সেনা নিহত হওয়ার কথা জানালো রাশিয়া
Advertisements

ইউক্রেনের সামরিক বাহিনীর ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার অন্তত ৮৯ জন সেনা নিহত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার নিহত সেনা সংখ্যা বাড়িয়ে এই তথ্য দিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংসস্তুপ সরানোর সময় নিহত সেনাদের আরো কয়েকটি লাশের সন্ধান মেলে। নিহতদের মধ্যে ওই ক্যাম্পের ডেপুটি কমান্ডার রয়েছেন। রুশ মন্ত্রণালয় জানিয়েছে, আমেরিকা থেকে সরবরাহ করা ছয়টি হাইমার্স ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন এই হামলা চালিয়েছে। মস্কো বলছে, আমেরিকা শুধু ক্ষেপণাস্ত্র দিয়েই সাহায্য করেনি বরং গোয়েন্দা তথ্য দিয়ে রুশ সেনাদের অবস্থান জানিয়েছে।

ইউক্রেন থেকে স্বাধীন হয়ে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়া দোনবাস এলাকার মেকিয়েভকা শহরের একটি অস্থায়ী সেনা শিবিরে ইউক্রেন রোববার রাতে এই ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

রাশিয়ার সেনারা তাদের প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে দুটি ক্ষেপণাস্ত্র ভূপতিত করতে সক্ষম হলেও, বাকি চারটি ক্ষেপণাস্ত্র সেনাদের অস্থায়ী ঘাঁটিতে আঘাত হানে।

Advertisements