ইউক্রেনকে
Advertisements

মার্কিন সরকার রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য ইউক্রেনকে আরো ৩০ কোটি ডলারের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। এর মধ্যদিয়ে ইউক্রেন যুদ্ধে আমেরিকার আরো গভীরভাবে জড়িয়ে যাওয়ার ঘটনা ঘটলো।

ইউক্রেন যুদ্ধে জড়িয়ে যাওয়ার ব্যাপারে আমেরিকাকে বারবার রাশিয়া সতর্ক করা সত্বেও ওয়াশিংটন কিয়েভকে বিপুল মাত্রায় অস্ত্র ও সামরিক সহযোগিতা দিয়ে আসছে গতকাল বুধবার (৩১ মে) মার্কিন প্রতিরক্ষা দপ্তর নতুন করে ৩০ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম দেয়ার কথা ঘোষণা করে। এর মধ্যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং কয়েক লক্ষ গোলাবারুদ থাকবে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর থেকে এই পর্যন্ত আমেরিকা ইউক্রেনকে ৩৭৬০ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়েছে।

গতকাল নতুন সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করে পেন্টাগন এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়া অব্যাহত থাকবে। যুদ্ধক্ষেত্রে এবং দীর্ঘমেয়াদি নিরাপত্তা সহায়তার জন্য প্রয়োজনীয় সবকিছুই করবে আমেরিকা ও তার মিত্ররা।

Advertisements