আপনারা একটা দল তৈরি করে দিন না
Advertisements

কথাটা মজার ছলে বলা। সামনে ওয়ানডে বিশ্বকাপ। বাংলাদেশ দলে মাহমুদউল্লাহর থাকা, না-থাকা নিয়ে কথা চালাচালি হচ্ছে নিরন্তর। কাল মিরপুরে তাতে নতুন রসদ জোগালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহকে কি দেখছেন? এই প্রশ্নে তার উত্তর, ‘আমি চিন্তা করছি, আপনাদের কাছে নাম চাইব। একটা সেরা একাদশ তৈরি করে দেন।’

পরক্ষণে তার সংযোজন, ‘তামিম, লিটন, শান্ত, হৃদয়, মুশফিক, সাকিব-এই ছয়জনের মধ্যে মনে হয় না যে, কাউকে বাদ দেবেন আপনারা। আফিফ, মাহমুদউল্লাহ ও মোসাদ্দেকের মধ্যে যে কেউ খেলতে পারে। ওপেনিংয়ে ভালো পারফর্ম করছে নাঈম শেখ ও বিজয়। তারাও আসতে পারে। আমি জানি না কে আসবে। আমার ধারণা, নির্বাচকরা বাড়তি একজনকে নেবেন ওপেনিংয়ে।’

বিসিবি প্রধানের ধারণা, বিশ্বকাপ দলে পেসার থাকবেন তিনজন। সাকিব খেললে একজন স্পিনার। আবার চারজন পেসারও খেলতে পারেন বলে মনে করেন তিনি। আবার মেহেদী হাসান মিরাজকে কেউ বাদ দিতে বলবেন না, এ ব্যাপারেও নিশ্চিত নাজমুল হাসান।

ফিল্ডিং পার্থক্য গড়ে দেয় এ কথা উল্লেখ করে নাজমুল হাসান বলেন, ‘এক্ষেত্রে আফিফ ও মোসাদ্দেক এগিয়ে মাহমুদউল্লাহ থেকে। ব্যাটিংটা যদি বিবেচনা করেন, তাহলে মাহমুদউল্লাহ ও আফিফ-এ দুজন থাকতে পারে। আবার বোলিংয়ের কথা ভাবলে মোসাদ্দেক ও আফিফ। মাহমুদউল্লাহও থাকতে পারে।

তবে ফিল্ডিংয়ে সবার উপরে আফিফ। মোসাদ্দেক ও মাহমুদউল্লাহর চেয়ে সে হতে পারে ভালো।’

Advertisements