ক্রিকেট খেলার ন্যূনতম বয়স
Advertisements

আন্তর্জাতিক ক্রিকেট খেলতে গেলে ক্রিকেটারের সর্বনিম্ন বয়স বেঁধে দিল আই সিসি। এখন থেকে দেশের হয়ে নামতে গেলে সর্বনিম্ন ১৫ বছর বয়স হতে হবে খেলোয়াড়ের। যদি কোনও দেশ ১৫ বছরের কম বয়সি কাউকে খেলাতে চায় তা হলে আইসিসি-র কাছ থেকে আগে থেকে অনুমতি নিতে হবে।

আইসিসি-র তরফ থেকে জানানো হয়, আন্তর্জাতিক ক্রিকেটের সব বিভাগেই সর্বনিম্ন বয়স আনা হল। এর ফলে ছেলেদের ক্রিকেটের সঙ্গে মেয়েদের ক্রিকেট এবং অনূর্ধ্ব-১৯ ক্রিকেটেও খেলতে হলে ক্রিকেটারের বয়স হতে হবে ১৫ বছর। তার চেয়ে ছোট বয়সের কাউকে খেলাতে হলে আইসিসি-কে জানাতে হবে। সেই খেলোয়াড়ের অভিজ্ঞতা, মানসিক অবস্থা দেখে তবেই সিদ্ধান্ত নেবে আইসিসি।

ভারতের হয়ে সব চেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। মাত্র ১৬ বছর ২০৫ দিন বয়সে টেস্ট খেলেছিলেন তিনি। যদিও বিশ্ব ক্রিকেটে হাসান রাজা সব চেয়ে কম বয়সে ক্রিকেট খেলেছিলেন। তিনি মাত্র ১৪ বছর ২২৭ দিনের মাথায় নেমে পড়েছিলেন ব্যাট হাতে। যদিও মাত্র ৭টা টেস্ট এবং ১৬টি একদিনের ম্যাচ খেলেছিলেন তাঁর ক্রিকেট কেরিয়ারে।

সূত্রঃ আনন্দবাজার

Advertisements