বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিক উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ কাপাসিয়া উপজেলা শাখার উদ্যোগে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কাপাসিয়ার সাড়ে চার লক্ষ মানুষের আস্থার ঠিকানা বঙ্গতাজ কন্যা সিমিন হোসাইন রিমি এমপি’র পক্ষে ৭ সেপ্টেম্বর সোববার সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে ১১ টি ইউনিয়নের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসেস ইসমত আরা , আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন আহমেদ সেলিম, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাপাসিয়া উপজেলা শাখার সভাপতি ও কাপাসিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, সাধারণ সম্পাদক রাজীব ঘোষ, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল কাইয়ূম ভূঁইয়া, সাধারণ সম্পাদক রাসিদুল হক সৈকত, কাপাসিয়া কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান মামুন, সাধারণ সম্পাদক মাসুম প্রধান, সদর ইউনিয়ন ছাত্রলীগ কর্মী মুবিন সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।
প্রতিনিধি/ইমরান হোসাইন