আফগানিস্তান সরকারের তথ্য প্রতিমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, স্বাস্থ্য, উচ্চশিক্ষা, স্কুল, পুলিশ ও বিচার বিভাগের ক্ষেত্রে নারীদের জরুরি প্রয়োজন রয়েছে।
সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
আফগান তথ্য প্রতিমন্ত্রী বলেন, নারীরা কিছু প্রতিষ্ঠানে কাজ শুরু করেছে এবং বাকিরা শীঘ্রই কাজ শুরু করবে।
তিনি বলেন, আফগানিস্তানের মহিলা বিষয়ক মন্ত্রণালয় আগের সরকারের একটি নামমাত্র মন্ত্রণালয় ছিল। আমরা ইসলামে নারীর অধিকার অনুযায়ী একটি আধুনিক প্রতিষ্ঠান তৈরির চেষ্টা করছি।
তিনি বলেন, মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের নারী কর্মচারীদের অন্যান্য সরকারি সংস্থায় দায়িত্ব দেওয়া হবে। তাদের চাকরিও বহাল থাকবে।
এছাড়াও আফগান সরকারের পক্ষ থেকে দেশটির নারী কর্মচারীদের অবশিষ্ট বেতন প্রদানের ঘোষণা দেন তথ্য প্রতিমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ।
সূত্র: জিও নিউজ।