taliban
Advertisements

আসন্ন আন্তঃ আফগানি শান্ত আলোচনার জন্য একটা দল চূড়ান্ত করা হয়েছে যাদের হাতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকবে বলে, শীর্ষস্থানীয় তালেবান আলোচক  জানিয়েছেন।

আলেচনার জন্য ২০ সদস্যের প্রতিনিধি দল চূড়ান্ত করেছেন তালেবান প্রধান শায়খুল হাদিস মোল্লা হেবায়েতুল্লাহ আখুনজাদা। এদের মধ্যে ১৩ জন তালেবান নেতৃত্ব পরিষদ থেকে। এই দলের হাতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকবে বলে শীর্ষস্থানীয় তালেবান আলোচক শের মুহাম্মাদ আব্বাস স্তানেকজাই জানিয়েছেন।

তিনি জানান, এই দলের হাতে এজেন্ডা ঠিক করার ক্ষমতা থাকবে, তারা কৌশলগত সিদ্ধান্ত নেবে এবং এমনকি কাবুল সারকারের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গেগ চুক্তি সই পর্যন্ত করতে পারবে।

শের মুহাম্মাদ বলেন, এটা খুবই শক্তিশালী একটি টিম। তাদের হাতে সব ধরনের সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা থাকবে।

তালেবানের দ্বিতীয় প্রধান নেতা মোল্লা আব্দুল গনি বেরাদার গত ২৯ ফেব্রুয়ারি আমেরিকার সঙ্গে তালেবানের শান্তিচুক্তিতে সই করেন। ফলে আন্ত:আফগান আলোচনার পথ সুগম হয়েছে। তিনি কাতারে তালেবান অফিসের প্রধান পদে দায়িত্বপালন অব্যাহত রাখবেন।

সূত্র:  এপি

Advertisements